ধর্ষণ নিয়ে যুগান্তকারী রায় দিল কলকাতা হাইকোর্ট। কোনও নাবালিকাকে জোর করে নিম্নাঙ্গের অন্তর্বাস খুলে শোয়ানোকেও 'ধর্ষণ' বলেই গণ্য করা হবে। যে মামলার রায় দিতে গিয়ে এই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট, তার সুত্রপাত ২০০৭ সালে দক্ষিণ দিনাজপুরে। এক নাবালিকাকে আইসক্রিমের লোভ দেখিয়ে বাড়ির পাশের নির্জন জায়গায় নিয়ে গিয়ে অন্তর্বাস খোলার কথা বলেছিলেন অভিযুক্ত রবি রায় নামের এক ব্যক্তি। অভিযোগ, সেই নাবালিকা তাতে রাজি না হলে তিনি জোর করেই তা খুলে দেন। ঘটনা জানাজানি হতেই স্থানীয় লোকজন পুলিশের হাতে তুলে দেন অভিযুক্তকে।
ওই মামলায় ২০০৮ সালের নভেম্বরে রবির ৬ মাসের সশ্রম কারাবাস-সহ সাড়ে ৫ বছরের জেলের সাজা হয়েছিল। পাশাপাশি, ৩,০০০ টাকা জরিমানা হয়েছিল তাঁর। সেই মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে ১৫ বছর বাদে উচ্চ আদালতে যান অভিযুক্ত রবি রায়।
গত ৩ ফেব্রুয়ারি রায়দান করেছেন হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি জানান, ‘‘যৌন ইচ্ছা মেটানো ছাড়া নাবালিকাকে আইসক্রিম দেওয়ার কোনও কারণ ছিল না আবেদনকারীর। নির্যাতিতাকে তাঁর নিম্নাঙ্গের অন্তর্বাস খোলার কথা বলেন। তাতে রাজি না হলে নাবালিকার নিম্নাঙ্গের অন্তর্বাস খুলে ফেলেন। এটি ধর্ষণের মতো অপরাধের চেষ্টা করাই বোঝায়।’’