বিশ্বভারতীয় অপহৃত বিদেশি পড়ুয়াকে উদ্ধার করল পুলিশ। তাঁকে ওড়িশা সীমান্তবর্তী এলাকার তালসারি থেকে উদ্ধার করা হয়েছে। ওই পড়ুয়ার বাড়ি মায়ানমারে। কিন্তু বিশ্বভারতীতে তিনি ২০১৫ সাল থেকে পড়াশোনা করছেন। এবং সেখানকার একটি ভাড়াবাড়িতে থাকতেন। অপহরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে ৪জন বীরভূমের বাসিন্দা এবং ৮ জন মেদিনীপুরের বাসিন্দা। তাঁরা প্রত্যেকে চুলের ব্যবসার সঙ্গে জড়িত । জানা গিয়েছে, অপহৃত পড়ুয়ার মোট ৬ কোটি টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি ৫ কোটি ৫০ লাখ টাকা দিয়েছিলেন। সেকারণে অপহরণ করা হয়েছিল।
বীরভূমের যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তাঁরা নিজেদের এলাকায় চুলের ব্যবসা করতেন। তাঁদের সঙ্গে ব্যবসায় ছিলেন মেদিনীপুরের বাসিন্দা বাকি ৮জন।
Read More- বিশ্বভারতী থেকে বিদেশি ছাত্রকে অপহরণের অভিযোগ, পড়ুয়ার খোঁজে তল্লাশি
পুলিশ জানিয়েছে, মায়ানমারের পড়ুয়াকে অপহরণ করে ওড়িশা নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। মোবাইল টাওয়ার লোকেশন এবং CCTV ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।