বিষ্ণুপুর শহরকে হাতির আক্রমণ থেকে বাঁচাতে অভিনব উদ্য়োগ নিল জেলা বনবিভাগ। তৈরি করা হবে এলিফেন্ট প্রুফ ট্রেঞ্চ। এর মাধ্যমে বাঁকুড়া শহরে আর কোনও হাতির দল ঢুকতে পারবে না। ইতিমধ্যে এই কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
বাঁকুড়ার একাধিক অঞ্চলে জঙ্গল থাকার ফলে সেখান থেকে প্রায়শই হাতির আক্রমণ হয়ে থাকে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে থাকে। তার থেকে বাঁচতেই ট্রেঞ্চ তৈরির সিদ্ধান্ত নিয়েছে বনদফতর। এর ফলে জঙ্গল এবং লোকালয়ের মাঝে খাল কাটা থাকবে। ফলে এক দিক থেকে অন্যদিকে হাতি ঢুকতে পারবে না।
এলিফেন্ট প্রুভ ট্রেঞ্চ কী?
এটি মূলত একটি গভীর খাল। যার মাধ্যমে জঙ্গল থেকে লোকালয়-কে আলাদা করা হয়। ফলে যখন হাতির দল জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢোকার চেষ্টা করবে তখন ওই খালের জন্য তারা আসতে পারবে না।
Read More- জঙ্গলমহলে হাতির তাণ্ডব অব্যাহত, অভিযোগ 'নীরব প্রশাসন'
ইতিমধ্যে এই কাজ শুরু হয়েছে। বিষ্ণুপুর শহর থেকে ৩ কিমি দূরে বন কামারপুকুর জঙ্গল থেকে শুরু হয়েছে এই ট্রেঞ্চ তৈরির কাজ। প্রায় ১৫ থেকে ২০ কিমি এই স্ট্রেঞ্জ কাটা হবে।