দেহাবসান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ প্রয়াত হন তিনি। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাম অ্যাভিনিউয়ের বাড়িতে রাখা ছিল তাঁর মরদেহ। এরপরই পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হয়। শুক্রবার বামফ্রন্টের পক্ষ থেকে শোকমিছিল হবে। মুজফফর আহমেদ ভবনে শেষ শ্রদ্ধা জানানো হবে তাঁকে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ ইচ্ছে অনুযায়ী, দেহদান ও চক্ষুদানের ব্যবস্থাও হয়ে গিয়েছে। দলের পক্ষ থেকে জানা গিয়েছে, খবর পাওয়ার পরই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। নীলরতন সরকার মেডিকেল কলেজে তাঁর দেহদান করা হবে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে আলিমুদ্দিন স্ট্রিটে নিয়ে যাওয়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। এরপরই মুজফফর আহমেদ ভবনে শায়িত থাকবে তাঁর দেহ। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো যাবে। এরপরই মেডিকেল কলেজে তাঁর দেহদান করা হবে।
প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের শোকযাত্রার কর্মসূচি
সকাল ১০.৩০- পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশে রওনা
সকাল ১১-১১.৩০- বিধানসভা ভবন
দুপুর ১২-৩.১৫- মুজফফর আহমেদ ভবন
দুপুর- ৩.৩০-৩.৪৫- দীনেশ মজুমদার ভবন
দেহদান - বিকাল ৪টে
বিকেল ৫.৪৫- দীনেশ মজুমদার ভবন থেকে দেহদানের জন্য
নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দেশে শেষযাত্রা