সামনেই রাজ্য বিধানসভার (West bengal Assembly ) বাজেট (Budget) অধিবেশন। তার আগে নতুন বিধায়কদের (MP) প্রশিক্ষণের বন্দোবস্ত করেছে বিধানসভার সচিবালয়। আর নতুন বিধায়কদের পরিষদীয় রাজনীতির পাঠ পড়াতে আমন্ত্রণ জানানো হয়েছে বামফ্রন্টের (Left Front) প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান বাম নেতা প্রবোধ সিন্হাকে (Prabodh Chandra Sinha)। তিনি বর্তমানে বিধানসভার সদস্য না হলেও, নতুনদের প্রশিক্ষণ দিতে তাঁর মতো অভিজ্ঞ প্রশিক্ষককেই চাইছে বিধানসভা সচিবালয়।
আগামী ৮ই ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। তার আগে নতুনদের জন্য একটি পরিষদীয় রাজনীতির প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সোমবার, ৬ ফেব্রুয়ারি বিধানসভার নবনির্মিত প্লাটিনাম জুবিলি ভবনের প্রেক্ষাগৃহে এই শিবিরের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন- কুন্তল ও শান্তনুর মধ্যে যোগসূত্র খুঁজছে ইডি, নজর বিনোদনের ব্যবসায়
বামফ্রন্টের অন্যতম শরিক ডিএসপি (ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি) দলের নেতা প্রবোধ সিন্হা ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন বিধায়ক তথা দমদম লোকসভার বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কেও। প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষকের ভূমিকায় থাকবেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। এছাড়াও বর্তমান বিধায়কদের মধ্যে অনেককে দেখা যাবে প্রশিক্ষক হিসেবে।