ইএম বাইপাসের ধারের অজয়নগরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল সেন্ট জেভিয়ার্স কলেজের নতুন ক্যাম্পাসের৷ এই নতুন ক্যাম্পাসে কমিউনিকেশন হাব ও গবেষণার সুবিধা থাকবে। মাস কমিউনিকেশন ও ভিডিয়োগ্রাফি, ফিল্ম স্টাডিজ, জার্নালিজম, মাল্টিমিডিয়া, অ্যানিমেশন এবং স্নাতক ও স্নাতকোত্তর স্তরের অন্যান্য বিভাগও থাকবে সেন্ট জেভিয়ার্সের এই ক্যাম্পাসে। দুটো আট তলা ভবনের সঙ্গেই থাকবে শুটিং ফ্লোর, প্রিভিউ থিয়েটার, ওপেন এয়ার অডিটোরিয়াম, ইনকিউবেশন সেন্টার, আর্কাইভ এবং একটি কমিউনিটি রেডিয়ো স্টেশনও থাকবে এই ক্যাম্পাসে।
সেন্ট জেভিয়ার্সের রেক্টর ফাদার জয়রাজ ভেলুস্বামী, ফাদার ডমিনিক স্যাভিও এবং ফাদার পিসি ম্যাথিউ এই ভিত্তিপ্রস্তরের সূচনা করেন।
ফাদার ডমিনিক স্যাভিও বলেন, "স্নাতক ও স্নাতকোত্তর স্তরে সমস্ত ধরনের আধুনিক গবেষণার সুযোগ বিস্তৃত করার জন্য বদ্ধপরিকর সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষ। মাস কমিউনিকেশন এবং মাল্টিমিডিয়া সংক্রান্ত বিভাগগুলিতে ভবিষ্যতে অনেক বড় কাজের সুযোগ রয়েছে। এই ক্যাম্পাস তৈরির আগে সেই কথাও মাথায় রাখা হয়েছে। উচ্চমানের গবেষণা কেন্দ্র এই ক্যাম্পাসে তৈরি করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, কয়েক বছর আগে দক্ষিণ ২৪ পরগনার রাঘবপুরে সেন্ট জেভিয়ার্সের দ্বিতীয় ক্যাম্পাসের সাফল্যের পরেই অজয়নগরের এই ক্যাম্পাস তৈরির চিন্তাভাবনা শুরু হয় বলে জানান অ্যাসোসিয়েশনের সম্মাননীয় সচিব ফিরদাউসুল হাসান৷