ওষুধের পার্সেল (Medical Parcel) খুলতেই বিস্ফোরণ। জখম অন্তত ৪ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের (North Dinajpur) হেমতাবাদের বাহারাইলে। আহতদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
শুক্রবার বিকালে বাহারাইলে এক টোটোচালক স্থানীয় এক ওষুধের দোকানে একটি পার্সেল নামিয়ে দিয়ে চলে যায়। দোকানের মালিকের নাম বাবলু চৌধুরী। পার্সেলের ওপর প্রাপক হিসেবে তাঁর নামই লেখা ছিল। বাক্স খুলতেই ভীষণ শব্দে কেঁপে ওঠে এলাকা। প্রত্যক্ষদর্শীদের মতে, আচমকা বিস্ফোরণের আওয়াজ শুনতে পান তাঁরা। তারপর দেখা যায়, চারজন আহত হয়েছেন। তাদের শরীর ঝলসে গিয়েছে।
আরও পড়ুন: সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে সাড়ে ৬ লক্ষ টাকা খোয়ালেন হলদিয়ার শিক্ষক
কী কারণে ওই বিস্ফোরণ, তা এখনও জানা যায়নি। ওই টোটোচালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।