হাঁসফাঁস গরমে পানীয় জলের (Drinking Water) তীব্র সংকট রাজ্যের বহু জেলায় । এই পরিস্থিতিতে এবার অভিনব উদ্যোগ নিল NKDA অর্থাৎ নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথোরিটি । পথচারীদের তৃষ্ণা মেটাতে নিউটাউনের (Newtown) বিভিন্ন জায়গায় বিনামূল্যে বিলি করা হচ্ছে পানীয় জলের পাউচ ।
নিউটাউনের পাঁচটি জায়গায় পানীয় জলের বুথ (Free Water Pouches distribution in Newtown) খোলা হয়েছে NKDA-র তরফে । ওই বুথগুলি থেকে বিনামূল্যে পানীয় জলের পাউচ দেওয়া হচ্ছে পথচারীদের । ৩১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা ৪টে পর্যন্ত পানীয় জলের পাউচ বিলি করবেন তাঁরা । প্রথমদিন কয়েক ঘণ্টার মধ্যে সাড়ে তিন হাজার জলের পাউচ বিলি করা হয়েছে । এছাড়া, বুধবার থেকে বাসস্ট্যান্ডগুলিতে ওয়াটার এটিএম বসেছে ।
আরও পড়ুন, Bengal water crisis : গরমে জল সংকট এড়াতে ৯ টি জেলায় জলের পাউচ বিলি নবান্নের
উল্লেখ্য, বিভিন্ন জেলায় যেখানে জলসংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে বিনামূল্যে জলের পাউচ বিলি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন । তীব্র গরমে রাজ্যের ন'টি জেলার ৭২টি ব্লকে জলস্তর (Water level) নেমে গিয়েছে । ওই সব এলাকায় জল সংকটের (Water crisis) পরিস্থিতি এড়াতে পানীয় জলের পাউচ বিলি করা হবে । সেই সঙ্গে জলের গাড়িও পাঠানো হবে ।
সম্প্রতি প্রকাশিত এক সরকারি রিপোর্টে জানা যায়, জলস্তর নেমে যাওয়ার প্রেক্ষিতে বাংলার ৩৪৩টি ব্লকের মধ্যে ৪২টি ব্লকের অবস্থা ‘আশঙ্কাজনক’। আরও ৩০টি ব্লককে ‘আংশিক আশঙ্কাজনক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে রিপোর্টে। তালিকায় সবার উপরে রয়েছে মুর্শিদাবাদ । এরপরেই রয়েছে নদিয়া ।