নতুন বছরের গোড়ায় করোন অতিমারীর জেরে বন্ধ করে দিতে হয়েছিল রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পের কাজ। তবে আপাতত রাজ্যের করোনা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। তাই এই পরিস্থিতিতে নতুন করে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের কাজ শুরু করে দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। মঙ্গলবার এই ব্যাপের নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হল নবান্ন থেকে।
সরকারি বিজ্ঞপ্তি বলছে, ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দফার আবেদনপত্র গ্রহণ করা হবে। পরে আবার ১ থেকে ৭ মার্চ পর্যন্ত গৃহীত হবে আবেদনপত্র। ৮ তারিখ থেকে সেই সমস্ত অভিযোগ, সমস্যার সমাধান করা হবে। যদিও ১ ফেব্রুয়ারি থেকে এই পরিষেবা শুরু হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আপাতত তা ১৫ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে।
তার আগেই অবশ্য ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাজ্য সরকারের পাড়ায় সমাধান কর্মসূচি। চলবে ১৫ মার্চ পর্যন্ত। যেখানে স্থানীয় সমস্যার সমাধান করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে বাসিন্দাদের আবেদনপত্র জমা নেওয়া হবে। ১৬ তারিখ থেকে সেই সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগের অভ্যন্তরীণ পদক্ষেপ করা হবে। ১ মার্চ থেকে সেই সমাধান পৌঁছে যাবে বাসিন্দাদের কাছে। উল্লেখ্য, জানুয়ারি মাসেই এই কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু করোনার প্রকোপে তা পিছিয়ে গিয়েছিল।
গত বছরের শেষের দিক থেকে ফের বাড়ছিল করোনা সংক্রমণ। দাপট দেখাচ্ছিল ওমিক্রন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যজুড়ে কড়া বিধিনিষেধ জারি হয়। তাই পিছিয়ে দিতে হয় দুয়ারে সরকার প্রকল্পও।