সোমবার থেকে মেট্রোয়(Kolkata Metro) সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে টোকেন(Token) । কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল মাত্র স্মার্ট কার্ড(Smart Card) নিয়ে মেট্রোয় যাতায়াত করতে পারবেন যাত্রীরা । পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিয়মই জারি থাকবে ।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল মেট্রো রেলের টোকেন পরিষেবা । গত বছরের ২৫ নভেম্বর কলকাতা মেট্রোয় ফের টোকেন ব্যবস্থা চালু হয়েছিল । কিন্তু করোনার বাড়বাড়ন্তের জন্য ফের শুধু মাত্র স্মার্ট কার্ড রয়েছে এমন যাত্রীই মেট্রোয় যাতায়াতের অনুমতি পাবেন ।
এদিকে, করোনা পরিস্থিতি মোকাবিলায় সোমবার থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার । রবিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি জানিয়েছেন, আসন সংখ্যার ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো । সেক্ষেত্রে মাস্ক পরা ও কোভিডবিধি মানা বাধ্যতামূলক । এদিকে, সোমবার থেকে সাময়িকভাবে মেট্রোয় টোকেন পরিষেবাও বাতিল করে দেওয়া হল ।
আরও পড়ুন, Covid 19 Restriction: ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো, সন্ধে ৭টার পর বন্ধ লোকাল ট্রেন
রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি হয়েছে রাতের কারফিউ। এই অবস্থায় কলকাতার মেট্রো রেল পরিষেবাতেও রদবদল হল। মেট্রো রেল সূত্রে খবর, রাতের পরিষেবা আধ ঘন্টা এগিয়ে আনা হচ্ছে। মেট্রো রেল জানিয়েছে, সকালে পরিষেবা স্বাভাবিক থাকলেও রাতে ট্রেনের সময়সীমার কিছুটা পরিবর্তন করা হয়েছে। এখন দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টায়। এবং রাত ৮টা ৪৮মিনিটে শেষ ট্রেন ছাড়বে দক্ষিণেশ্বর থেকে।