রোদ নেই, অথচ সকাল থেকেই ভ্যাপসা গরম। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশের মুখভার। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার শেষ দফার ভোটের বিকেল থেকে আগামী ৭ দিন উত্তর থেকে দক্ষিণ রাজ্যের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত আবহাওয়া এমনই থাকার সম্ভাবনা, তাপমাত্রাও খুব একটা বাড়বে না।
Loksabha Election 2024 : কসবার বুথে মায়ের সঙ্গে মিমি, ভোট দিলেন যাদবপুরের বিদায়ী সাংসদ
শনিবার পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের ৮ জেলার সঙ্গে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। রবিবারও দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।