দু-ভাগ জরায়ুয়ে দুই সন্তানের জন্ম। এই বিরল ঘটনার সাক্ষী শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শান্তিপুরের বাসিন্দা অর্পিতা মণ্ডল। এই ঘটনাকে কার্যত রেকর্ড বলেই দাবি জেলার চিকিৎসা মহলের। মা হওয়ার জন্য প্রথমে কলকাতার চিকিৎসকদের কাছে গিয়েছিলেন অর্পিতা। এরপর স্থানীয় স্ত্রী রোগ বিশেষজ্ঞ পবিত্র ব্যাপারীর কাছেই তাঁর চিকিৎসা হয়। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে অর্পিতার অস্ত্রোপচার হয়। এর আগেই অবশ্য অর্পিতার শরীরে যে দু'ভাগ জরায়ু তা পরীক্ষা করে জানা গিয়েছিল।
West Bengal Weather Update: ফেব্রুয়ারির শেষ থেকেই বাড়বে গরম, মেঘ-রোদ্দুরের লুকোচুরি চলবে আরও কিছুদিন
এ পর্যন্ত সারা পৃথিবীতে এই ধরনের ১৭ টি ঘটনা ঘটেছে , যার মধ্যে ভারতের তিনটি। বাংলায় এই বিরল ঘটনা দ্বিতীয়। বিরল এই অস্ত্রোপচার করেছেন শান্তিপুরের স্ত্রী রোগ বিশেষজ্ঞ পবিত্র ব্যাপারী। দুই সন্তানের মা অর্পিতা মন্ডলের বাড়ি নদিয়ার শান্তিপুরে, তিনি কলকাতাতেও ডাক্তার দেখিয়েছিলেন। এরপর শান্তিপুরের পবিত্র বাবু তাকে আশ্বাস দেন, ‘ভরসা রাখলে চেষ্টা করতে পারেন পারেন’। অবশেষে সফল অস্ত্রোপচার ।