অবশেষে জালে ধরা পড়ল পলাতক অভিযুক্ত(Accused)। বুধবার সন্ধ্যায় পলাতক অভিযুক্ত সোমনাথ ঘোড়ুইকে বেলদা রেলস্টেশন(Belda Rail Station) সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ(Police)।
জানা গেছে, কিছুদিন আগে বেলদা থানা(Belda Police Station) এলাকার এক ব্যবসায়ীর গুদামে চুরির ঘটনা ঘটে। তদন্তে নেমে সিসিটিভির(CCTV) ফুটেজ ধরে অভিযুক্ত সোমনাথের খোঁজ পায় পুলিশ(Police)। এরপর খোঁজ চালিয়ে কেশিয়াড়ি এলাকা থেকে শনিবার তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন- Kolkata Fire: গার্ডেনরীচে পোর্ট ট্রাস্টের গুদামে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
এরপর রবিবার সোমনাথ ঘোড়ুইকে দাঁতন এসিজিএম আদালতে(Dantan ACGM Court) হাজির করা হয়। আরও কিছু তথ্য প্রমাণের জন্য অভিযুক্তকে(Accused) নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। বিচারক ধৃতের দু'দিনের পুলিশ হেফাজতের(Police Custody) মঞ্জুর করেন। মঙ্গলবার পুনরায় অভিযুক্ত সোমনাথ ঘোড়ুইকে আদালতে পেশ করার কথা রয়েছে।
কিন্তু তার আগে সোমবার সকালে লকআপে অস্বাভাবিক আচরণ করতে থাকে অভিযুক্ত। একপ্রকার বাধ্য হয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তাঁকে লকআপ(Lockup) থেকে বের করে বাইরে বসান। সূত্রের খবর, আধিকারিকের অন্যমনস্কতার সুযোগে থানা(Belda Police Station) থেকে পালায় সোমনাথ। অবশেষে বুধবার সন্ধ্যা নাগাদ বেলদা স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে(Accused)।