করোনা অতিমারির (Covid 19) জন্য চিরাচরিত পরীক্ষাব্যবস্থা প্রবল ধাক্কা খেয়েছিল। পরিবর্তন করা হয়েছিল উচ্চমাধ্যমিক (Higher Secondary examination) সহ অন্যান্য বহু পরীক্ষার কাঠামোও। ২০২১ সালে করোনা পরিস্থিতির জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam) বাতিল করে দেওয়া হয়। সূত্রের খবর, এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাসে বদল আনছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (Higher Secondary council)। করোনা পরিস্থিতির জন্য যে পরিবর্তন করা হয়েছিল, তা বদলে ফের আগের নিয়মেই ফিরে যাচ্ছে সংসদ। ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা পূর্ণ সিলেবাসেই হবে বলে জানা গিয়েছে।
করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় অনলাইন ক্লাস (Online classes) চালু হয়। মূল সিলেবাসের থেকে ৩০ শতাংশ কমিয়ে দিয়ে ৭০ শতাংশ সিলেবাসের ওপর পরীক্ষা হয়েছিল। ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary examination) হয়নি। তার বদলে, মাধ্যমিকের প্রাপ্ত নম্বর, একাদশ শ্রেণির পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও উচ্চমাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষা বা প্রোজেক্টের প্রাপ্ত নম্বরের গড় করে ফলপ্রকাশ করা হয়েছিল।
আরও পড়ুন: এবার কি রাজ্যে ৪৬টি জেলা, টাউন হলের অনুষ্ঠানে ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, ২০২২ সালে স্বাভাবিক নিয়মেই উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছে। জুন মাসের চতুর্থ সপ্তাহে উচ্চমাধ্যমিকের ও দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে বলে খবর।