হাওড়া বা শিয়ালদহ ডিভিশনের ট্রেনের টয়লেটে গেলেই নাকে রুমাল দিতে হয়? আর চিন্ডা নেই৷ এবার টয়লেটের দুর্গন্ধ দূর করতে বিশেষ ডিভাইস বসাচ্ছে রেল৷ নাম 'গন্ধভেদ'।
ট্রেনের টয়লেটগুলির পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধির উপর নজরদারির জন্য পূর্ব রেল নিয়ে এসেছে আইওটি ভিত্তিক ব্যবস্থা ‘গন্ধভেদ’। প্রথমে মধ্য রেলওয়ের মুম্বই জোনের কয়েকটি স্টেশনের টয়লেটে এই সিস্টেমের সফল পরীক্ষার করা হয়েছে৷ এবার রেলওয়ে বোর্ডের নির্দেশে পূর্ব রেলও ‘গন্ধভেদ’ নামে এই সিস্টেম চালু করা হবে পরীক্ষামূলকভাবে।
কী ভাবে কাজ করবে এই ডিভাইস? রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিভাইসটি ট্রেনের টয়লেটের অবস্থা নিয়ে একটি সংকেত তৈরি করবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এসএমএস এবং ওয়েবের মাধ্যমে সেই সংকেত পৌঁছবে। সঙ্গে সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মীকে পাঠানো হবে টয়লেটে।
রেল জানিয়েছে, হাওড়া ডিভিশনের ৩টি ট্রেন, শিয়ালদহ ডিভিশনের ৩টি ট্রেন, আসানসোল ডিভিশনের ২টি ট্রেন এবং মালদহ ডিভিশনের ২টি ট্রেনে ‘গন্ধভেদ’ ডিভাইস দিয়ে ট্রায়াল হবে। ওই ডিভাইসে গন্ধ বোঝার জন্য বিশেষ সেন্সর আছে- যা অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, মিথেন, ট্রাইমিথাইল অ্যামাইন, মিথাইল মারক্যাপ্টান, ইথানল ইত্যাদি শনাক্ত করতে পারে৷ ট্রায়াল সফল হলে স্থায়ীভাবে ব্যবহার করা হবে এই ডিভাইস।