আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি। এর মধ্যেই গণধর্ষণের অভিযোগ। এবার ঘটনাস্থল জলপাইগুড়ির মালবাজার। এই ঘটনায় ইতিমধ্যেই নির্যাতিতা তরুণীর প্রেমিক-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী সিকিমে কর্মরত ছিলেন। সম্প্রতি জলপাইগুড়িতে নিজের বাড়িতে ঘুরতে এসেছিলেন। স্থানীয় এক যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন ওই তরুণী। অভিযোগ, ওই যুবক তাঁকে চা-বাগানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
শুধু প্রেমিক তরুণ নন, ওই তরুণীকে তাঁর প্রেমিক-সহ আরও চার সঙ্গীও ধর্ষণ করেছেন বলে অভিযোগ। বুধবার মালবাজার থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার। পুলিশ বুধবারই এই ঘটনার তদন্ত শুরু করে। মূল অভিযুক্ত–সহ পাঁচ জনকে গ্রেফতারও করা হয়। বৃহস্পতিবার তাঁদের জলপাইগুড়ি জেলা আদালতে হাজির করানো হয়েছিল।