আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। পুন্যস্নানের আশায় সাগরে লক্ষ লক্ষ পুন্যার্থীর ভিড়। শনিবার পর্যন্ত গঙ্গাসাগর মেলায় আগত তীর্থযাত্রীদের সংখ্যা হয়েছে ৪৫ লক্ষ। ৬ অসুস্থ যাত্রীকে এয়ারলিফটের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে। গঙ্গাসাগর এখন মিনি ভারতবর্ষ।
রবিবার রাত ১২টা ১৩ মিনিটে পুন্যস্নান শুরু হবে। চলবে সোমবার রাত ১২টা ১৩ মিনিট পর্যন্ত। লট নম্বর ৮, কচুবেড়িয়া ঘাটে তাই তীর্থযাত্রীদের চাপ বাড়ছে। প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে। সাগরমেলায় এদিন রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনরা।
মেলা উপলক্ষে এবার ২৫০ কোটি টাকা খরচ করা হয়েছে। বিদ্যুতের টাওয়ারে ও জেটিতে কুয়াশাভেদি আলো, যানবাহনগুলিতে জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থাও রয়েছে। ২৪০০ সিভিল ডিফেন্স কর্মী, ১৪ হাজার পুলিশ কর্মী আছেন। আছে NDRF-এর টিমও। সাতটি ফ্রি ওয়াইফাই জোনও রাখা হয়েছে। এবার ই-দর্শন ও ই-স্নানেরও ব্যবস্থা আছে।