গঙ্গাসাগর মেলা কি করোনাভাইরাসের (Coronavirus) সুপারস্প্রেডার হয়ে উঠতে পারে? এমনই আশঙ্কা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন মহলে।
কলকাতা হাইকোর্ট শুক্রবার রায় দিয়েছে, শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলা হবে। তবে পাশাপাশিই আদালত তিন সদস্যের নজরদারি কমিটি গড়ে দিয়েছে। যেখানে থাকছেন রাজ্যের কোনও প্রতিনিধি, রাজ্যের বিরোধী দলনেতা (বা তাঁর কোনও প্রতিনিধি) এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান (বা তাঁর কোনও প্রতিনিধি)। আদালতের মেলায় ছাড়পত্র দেওয়ার প্রেক্ষিতেই চিকিৎসক-সহ বিভিন্ন মহলে আশঙ্কা ছড়িয়েছে, গত বছর হরিদ্বারে কুম্ভমেলার মতোই না এই সাগরমেলাও ‘সুপারস্প্রেডার’ হয়ে ওঠে!
আরও পড়ুন: Coronavirus: রোম থেকে ভারতে আসা বিমানের ১৫০ যাত্রীর করোনা
করোনা সংক্রমণের পরিস্থিতির নিরিখে বড়দিন এবং বর্ষবরণের উৎসব বাতিল করেছিল দিল্লি এবং মহারাষ্ট্র। কিন্তু পশ্চিমবঙ্গের সরকার তা করেনি। এর পরেই হু হু করে বাড়তে শুরু করে সংক্রমণ। এবার গঙ্গাসাগর মেলা পরিস্থিতি আরও খারাপ করতে পারে বলে আশঙ্কা।