শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। আজই মেলার উদ্বোধনে গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম মেলা চলাকালীন গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী। তাই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর। দক্ষিণ ২৪ পরগনা প্রশাসন ও বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে।
গত ৩ জানুয়ারি গঙ্গাসাগর মেলার উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সংক্রান্তির আগে ভিন রাজ্য থেকে সাধু ও দর্শনার্থীরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। রবিবার রাতেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
DYFI Brigade Rally: ব্রিগেডের ভিড় কি লোকসভার ব্যালটে প্রভাব ফেলবে, আশাবাদী সিপিআইএম নেতৃত্ব
৯ জানুয়ারি থেকে হাওড়া-শিয়ালদহ শাখার একাধিক স্টেশন ও ট্রেনে এক কম্পানি করে আরপিএফও মোতায়েন করা হবে। হাওড়া, শিয়ালদহ, নামখানা, কাকদ্বীপ স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টার করা হবে। কলকাতা থেকে ১০টি অতিরিক্ত বাসও চলবে। মেলা চত্বরে নিরাপত্তার জন্য ১০০০-এর বেশি সিসি ক্যামেরাও ইনস্টল করা হয়েছে।