রাজ্যে লাফিয়ে বাড়ছে দৈনিক করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। তার মধ্যেই সোমবার, ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর (Gangasagar) মেলা। কপিলমুনির আশ্রমে যাওয়ার জন্য ইতিমধ্যেই বাবুঘাটে এসে পৌঁছে গিয়েছেন অসংখ্য সাধু। করোনা আবহে তাঁদের করোনা পরীক্ষা করা হচ্ছে। বেশ কয়েকজনের সংক্রমণ ধরা পড়েছে।
এই বছরের গঙ্গাসাগর মেলা নিয়ে রীতিমতো ত্রস্ত স্বাস্থ্য মহল। তাঁদের আশঙ্কা, গত বছরের কুম্ভমেলার মতো এই বছরের গঙ্গাসাগর মেলা না সুপার স্প্রেডার হয়ে ওঠে! মেলা বন্ধের দাবিও উঠেছে বিভিন্ন মহলে। বামপন্থী দলগুলি এবং বিজেপি মেলা বন্ধের কথা বলেছে। তবে রাজ্য প্রশাসন জানিয়েছে, সব রকম সতর্কতা নিয়েই মেলা হবে।
আরও পড়ুন: Covid-19: দেশে ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত প্রায় ১ লক্ষ ৬০ হাজার! একদিনে বৃদ্ধি অর্ধলক্ষের কাছাকাছি
মেলায় করোনা বিধি মানা হচ্ছে কিনা তা দেখার জন্য একটি কমিটি তৈরি করে দিয়েছে হাই কোর্ট (High Court)। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষলগ্নে জানিয়েছেন, ব্যক্তিগত ভাবে তিনি চান এই পরিস্থিতিতে মেলা বন্ধ হোক।
তবে শেষপর্যন্ত মেলা হচ্ছেই। সেই সঙ্গে বাড়ছে উদ্বেগ।