মানুষের স্রোত বেড়েই চলেছে। সাগরতীর্থ গঙ্গাসাগরে রবিবার রাত থেকে শুরু মকর সংক্রান্তির পুন্যস্নান। বিভিন্ন রাজ্য থেকে দলে দলে মানুষ আসছে। শনিবার থেকেই কড়া নজরদারি শুরু হয়ে গিয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর চত্বর।
শনিবার মুড়িগঙ্গার চরে পুন্যার্থী বোঝাই ভেসেল আটকে গিয়েছিল। আতঙ্কে পড়েন যাত্রীরা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তাঁদের উদ্ধার করে। মেলার দিনে ১৮-২০ ঘণ্টা ভেসেল পরিষেবা চালু রাখতে দুমাস ধরে ড্রেজিং করা হয়। মেলার সময় একটি চর জেগে ওঠায় কড়া নজরদারি রাখছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
আগামী ১৫ জানুয়ারি ৯টা ১৩ মিনিটে মকর সংক্রান্তি শুরু হবে। পুন্য সময় রাত ১২টা ১৩ মিনিট থেকে দুপুর ১২টা ১৩ মিনিট। এদিকে গঙ্গাসাগর মেলার শুরুতে দুজন পুন্যার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁরা কলকাতা ও বিহারের বাসিন্দা। এয়ারলিফটে তাঁদের কলকাতায় আনা হয়।