বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি কাণ্ডে গ্রেফতার করা হয় বর্ধমান আদালতের আইনজীবীকে। সুদীপ্ত রায় নামে ওই আইনজীবীকে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। এরপর সোমবার মাঝরাতে তাঁর বর্ধমানের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। যদিও ধৃত আইনজীবীর মায়ের দাবি, তাঁর ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে বর্ধমান আদালতের কর্মী বাপ্পা চট্টোপাধ্যায়।
‘অনুব্রত মণ্ডলকে জামিন দিন, নয়তো গোটা পরিবারকে গাঁজা কেস দিয়ে দেব’, এই মর্মেই চিঠি পেয়েছিলেন আসানসোলের সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী (Ganja Case Threat Letter Case)। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে। বিচারক রাজেশ চক্রবর্তী যে চিঠির কথা উল্লেখ করেছিলেন, তাতে প্রেরকের জায়গায় ছিল বাপ্পা চট্টোপাধ্যায় নাম। যদিও গোটা ঘটনার কথা শুনে অবাক হয়ে যান বাপ্পা।
আরও পড়ুন- Anubrata Mondal :অনুব্রত মামলার বিচারককে হুমকি চিঠি দেওয়ার ঘটনায় গ্রেফতার বর্ধমান আদালতের আইনজীবী
তদন্তে নেমে গোয়েন্দারা বাপ্পাকে আটক করেন। তাঁর জবানবন্দিতেই উঠে আসে সুদীপ্ত রায় নামে এক আইনজীবীর নাম। তারপরই তাঁর খোঁজ শুরু করেন গোয়েন্দারা। সুদীপ্ত রায়ের মোবাইল নম্বর ট্র্যাক করে পুলিশ জানতে পারেন সুদীপ্ত রায় সোমবার বিকেলে বাসে করে আসানসোল আসছেন। তাঁকে ধরার জন্য ফাঁদ পাতে পুলিশ। আসানসোল বাসস্ট্যান্ডে বাস থেকে নামতেই তাঁকে গ্রেফতার (Arrest) করা হয়।