অভিনেত্রী পল্লবী দে-র মৃ্ত্যুর ঘটনায় (Pallavi Dey Death Case) অন্যতম অভিযুক্ত ঐন্দ্রিলা মুখোপাধ্যায়কে (Oindrila Mukherjee) তলব করল গরফা থানার পুলিশ । রবিবার, দুপুর ২টোর মধ্যে ঐন্দ্রিলাকে গরফা থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । পল্লবী দে-র পরিবারের অভিযোগের ভিত্তিতে ঐন্দ্রিলাকে জিজ্ঞাসাবাদের জন্য় ডেকে পাঠানো হয়েছে । ঐন্দ্রিলার পরিবার সূত্রে খবর, পুলিশের নির্দেশ মতো এদিন গরফা থানায় হাজিরা দেবেন ঐন্দ্রিলা ।
পল্লবীর মৃত্যুর পর ঐন্দ্রিলা ও সাগ্নিকের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছিলেন অভিনেত্রীর বাবা-মা । পল্লবীর(Actress Pallavi Dey Death Mystery) পরিবার ঐন্দ্রিলার বিরুদ্ধে টাকা নেওয়া এবং সাগ্নিকের সঙ্গে লুকিয়ে সম্পর্ক রাখার একাধিক অভিযোগ এনেছেন । যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ঐন্দ্রিলা । তাঁর দাবি, তিনি গভীর ষড়যন্ত্রের শিকার । তিনি জানিয়েছেন, সাগ্নিককে সরাসরি চিনতেন না তিনি । স্কুল এবং বাড়ি কাছাকাছি হওয়ায় নামমাত্র পরিচয় ছিল । পল্লবীর সূত্রেই তাঁর সঙ্গে সাগ্নিকের(Sagnik Chakraborty) ভালভাবে পরিচয় হয় ।
এদিকে, টেলি অভিনেত্রী পল্লবী দের মৃত্যুকাণ্ডে (Pallavi Dey death) জেলেই রয়েছে তাঁর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী (Sagnik Chakraborty)। বৃহস্পতিবার সাগ্নিকের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। সাগ্নিককে ৩০ মে পর্যন্ত পুলিশি হেফাজতের (Police Custody) নির্দেশ দিয়েছে আদালত ।