BGBS 2022 : ১০ বছরে বাংলায় ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ, ২০-২৫ হাজার কর্মসংস্থান, ঘোষণা আদানির

Updated : Apr 20, 2022 16:04
|
Editorji News Desk

রাজ্যে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরেই বাংলায় এসেছিল গোয়েঙ্কা গোষ্ঠী । তৃতীয়বার ক্ষমতায় আসার পর বাংলায় শিল্পকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে তৎপর মুখ্যমন্ত্রী । ফের তাঁর হাত ধরেই বাংলায় নতুন ঠিকানা গড়ার পথে আদানি গোষ্ঠী (Adani Group) । বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে তারই ঘোষণা করে দিলেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি (Gautam Adani) । এদিন এই সম্মেলনে তিনিই ছিলেন মধ্যমণি । বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (Biswa Bangla Global business summit) মঞ্চ থেকে তিনি ঘোষণা করলেন, দশ বছরে বাংলায় ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করা হবে । ২০ থেকে ২৫ হাজার নতুন কর্মসংস্থান হবে ।

সম্মেলনে বক্তৃতার সময় গৌতম আদানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন । তিনি বলেন, বাংলার নারীশক্তি বরাবরই সাহসিকতার পরিচয় দিয়ে এসেছে । বাংলা নারী ক্ষমতায়নের উজ্জ্বল উদাহরণ । মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্পেরও প্রশংসা করেন । এদিন পথ সাথী, সবুজসাথীর মতো বাংলার প্রকল্পেরও প্রশংসা শোনা যায় আদানির মুখে । তিনি আরও বলেন, "কলকাতা বরাবরই আমাকে মুগ্ধ করেছে । বাংলা দেশের অর্থনীতিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে ।"

আরও পড়ুন, Dilip Ghosh attacks Mamata Banerjee : 'বাণিজ্য সম্মেলন'-এর মতো নাটক বন্ধ হওয়া দরকার, আক্রমণ দিলীপের
 

রাজ্যে আদানি গ্রুপ কী কী ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে তারও ইঙ্গিত দিয়েছেন আদানি । একটি ডেটা সেন্টার নির্মাণ করতে চান বাংলায় । সমুদ্রের নীচে কেবল পাতার লক্ষ্য রয়েছে । এ ছাড়াও ওয়্যারহাউজ, লজিস্টিক পার্ক তৈরি করতে চান তাঁরা । সংস্থার অধীন আদানি উইলমার গ্রুপের ফরচুন সরষের তেলের উৎপাদন বাড়াতে চান বলেও জানান গৌতম আদানি ।

কিছুদিন আগে নবান্নে শিল্পপতিদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠকে উপস্থিত ছিলেন আদানি গ্রুপের নতুন প্রজন্ম করণ আদানি । এরপরই বুধবার বাংলায় বিনিয়োগের কথা ঘোষণা করেন গৌতম আদানি ।  বিনিয়োগ হলে স্বাভাবিকভাবেই রাজ্যে কর্মসংস্থানেরও উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা থাকছে।  

 

এদিন, বাণিজ্য সম্মেলনের শুরু হয় রাজ্যপালের বক্তৃতা দিয়ে । রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল । তিনি বলেন, "বাংলা আজ যা ভাবে, দেশ তা আগামিকাল ভাবে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এগিয়ে চলেছে বাংলা । বাংলা পূর্ব ভারতের ইকনমিক হাব । মানব সম্পদেও এগিয়ে বাংলা । আশা করি দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার হাত ধরে এ রাজ্যে বিপুল পরিমাণ বিনিয়োগ হবে ।" পাশাপাশি, কেন্দ্র ও রাজ্যকে একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি ।

Mamata BanerjeeGautam AdaniBGBS

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন