রাজ্য সরকারি চাকরিতেও লিঙ্গ বৈষম্যের অভিযোগ। পুরুষদের তুলনায় মহিলাদের বেতনে তিন হাজার টাকা কমিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই বৈষম্যের খবর জানাজানি হতেই রাজ্যের মহিলা যোগ প্রশিক্ষকরা স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়। তবে সেকথা জানতে পেরেই নড়েচড়ে বসে রাজ্য যোগ এবং ন্যাচেরোপ্যাথি কাউন্সিল। রাজ্যের স্বাস্থ্য দফতরকে চিঠি পাঠিয়ে লিঙ্গভেদে বেতন বৈষম্য দূর করার অনুরোধ করেন রেজিস্ট্রার-কাউন্সিলর ডঃ শুভ্র ভট্টাচার্য।
গত ৩১ মার্চ স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে পুরুষ এবং মহিলা যোগা প্রশিক্ষক নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে পুরুষ যোগা ট্রেনারের জন্য ৮ হাজার, মহিলা যোগা ট্রেনারের জন্য ৫ হাজার টাকা দেওয়া হবে বলে উল্লেখ করা হয়। ৩১ মার্চের সেই নির্দেশিকা জারি হতেই বেঙ্গল যোগা অ্যান্ড ন্যাচেরোপ্যাথির তরফ থেকে এই নির্দেশিকা প্রত্যাহারের আবেদন করা হয়। সেখানে বলা হয়েছে বাংলায় মহিলা-পুরুষ এরকম বেতন ভেদাভেদ করা যাবে না।
আরও পড়ুন- IPL 2023 Rohit Sharma : সিকি ইনিংস পর রোহিতের ব্যাটে হাফ সেঞ্চুরি, আইপিএলে মুম্বইয়ের স্বস্তির জয়