গ্রীষ্মের তেজে পুড়ে ছারখার বাংলা। তাপপ্রবাহের লাল সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, পারদ আরও লাফিয়ে বাড়বে। এর মধ্যেই রবিবার একটি গুরুত্বপূর্ণ দিন রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য। ২৮ এপ্রিল, রবিবার জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা। বাংলার প্রায় কয়েক লক্ষ ছাত্ৰছাত্রী এই পরীক্ষার জন্য দিন রাত এক করে দেন। তাঁদের এই গুরুত্বপূর্ণ দিনে যাতে কোনও ভাবে কোপ না বসাতে পারে দাবদাহ তার জন্য আগেভাগেই সুবন্দোবস্ত রাখার সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের।
বোর্ডের তরফে নির্দেশ, পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রে ব্যবস্থা রাখতে হবে ওআরএস এবং পর্যাপ্ত জলের। যেহেতু পরীক্ষাকেন্দ্রে জলের বোতল নিয়ে ঢোকার নির্দেশ নেই। তাই বোর্ডের তরফেই মেটানো হবে পরীক্ষার্থীদের তেষ্টা। পাশাপাশি, প্রতি কেন্দ্রে জেনারেটর বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কারণ, গ্রীষ্ম মানেই ঘন ঘন লোডশেডিং, পরীক্ষা দিতে গিয়ে যেন গরমে ছাত্রছাত্রীরা কোনও পরিস্থিতিতেই কাহিল না হয়ে পড়েন তাই এই ব্যবস্থা।
পাশাপাশি পরীক্ষার্থীদের পরামর্শ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপপ্রবাহের দাপটও বাড়বে। তাই সকাল সকাল পৌঁছে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। সকাল ৯ টা থেকেই খুলে দেওয়া হবে পরীক্ষাকেন্দ্রের দরজা।