উৎসবের বিকেলে দুর্ঘটনা কসবার টেগোর পার্ক গির্জায়। বড়দিনে মোমবাতিতে সাজানো হয়েছিল চারিপাশ। রবিবার সেই মোমবাতির শিখা থেকেই আগুন লেগে যায় এক বালিকার জামায়। মেয়েটিকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন কসবা থানার একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক। তড়িঘড়ি মেয়েটিকে নিয়ে যাওয়া হয় মানিকতলার একটি হাসপাতালে।
আহত মেয়েটির বাড়ি কসবাতেই, তার বয়স ১০ বছর। বড়দিনের বিকেলে গির্জা দেখতে গিয়েই এই বিপদের মুখে পড়তে হয় তাকে। সাজিয়ে রাখা মোমবাতির শিখা থেকেই মেয়েটির জামাতে আগুন লাগে ,তাকে বাঁচাতে গিয়ে কসবা থানার এক পুলিশ অফিসারেরও হাত পুড়ে যায়। যদিও হাসপাতাল সূত্রে খবর , তার অবস্থা এখন স্থিতিশীল।
India Covid Update: এবার আগ্রায় করোনা আক্রান্ত যুবক, চিন থেকে ফিরতেই আক্রান্ত কোভিডের নয়া স্ট্রেনে
পুলিশ অফিসারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বালিকা এখনও চিকিৎসারত। গির্জার মোমের আগুন থেকে আরও ভয়াবহ বিপদ হতে পারতো বলেও আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।