নদিয়ায় (Nadia News ) চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু । পরিবারের দাবি,দিদির উপর অভিমানে আত্মহত্যা করেছে বাড়ির ছোট মেয়ে । নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার কাদাঘাটা এলাকার ঘটনা (Nadia Death) ।
পরিবার সূত্রে খবর, রবিবার রাতে মোবাইল নিয়ে দুই যমজ বোনের মধ্যে ঝামেলা বাঁধে । দু'জনেই চতুর্থ শ্রেণির পড়ুয়া ।
জানা গিয়েছে, ছোট বোনের হাত থেকে মোবাইল কেড়ে নেয় দিদি । এরপরই অভিমান করে ঘরে ঢুকে যায় ছোট বোন । এরপরই তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের লোকজন ।
আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি তাকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । ওই ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত করছে পুলিশ ।