জিটিএ চুক্তি (GTA)থেকে বেরোতে চেয়ে সই প্রত্যাহারের সিদ্ধান্ত গোর্খা জনমুক্তি মোর্চার (GJM)। শুক্রবার সই প্রত্যাহারের সিদ্ধান্ত লিখিত আকারে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক রোশন গিরি (Roshan Giri)।
সাংবাদিক বৈঠকে রোশন গিরি বলেন, "আমাদের লক্ষ্য গোর্খাল্যান্ড। পাহাড়, তরাই ও ডুয়ার্স আলাদা করে ভাগ করতে চাই না। কেন্দ্র ও রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে। সই প্রত্যাহার করতে চেয়ে চিঠি দিয়েছি।"
আরও পড়ুন: দেশজুড়ে ২৮৭টি ট্রেন বাতিল ভারতীয় রেলের, তালিকায় শিয়ালদহ ও হাওড়া শাখার একাধিক ট্রেন
২০১১ সালে ১৮ জুলাই শিলিগুড়ির পিনটেন ভিলেজে কেন্দ্র, রাজ্য ও গোরখা জনমুক্তি মোর্চার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি সাক্ষর হয়। পরবর্তীকালে জিটিএ চুক্তি আইনে পরিবর্তিতি হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গোর্খা জনমুক্তি মোর্চার সই প্রত্যাহার সিদ্ধান্ত নিয়ে আশঙ্কা দানা বাধছে।