"না পোষায় ছেড়ে দিন । সেন্ট্রাল গভর্নমেন্ট (কেন্দ্রীয় সরকার) যখন অনেক টাকা দিচ্ছে, সেখানে গিয়ে কাজে যোগ দিন ।" ডিএ (DA) ইস্যু নিয়ে এবার রাজ্য সরকারি কর্মচারীদের এভাবেই আক্রমণ করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim on DA ) । তাঁর মতে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি অন্যায্য । তাঁর কথায়, যাঁরা গরিব, অবহেলিত, বঞ্চিত, তাঁদের মুখে ভাত তুলে দেওয়ার ব্যবস্থা করা বেশি জরুরি । তাঁদের আরও অবহেলার দিকে ঠেলে দিতে পারে না তাঁদের সরকার । ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগের সরকার যে কাজ করে যেতে পারেনি এই সরকার সেই কাজ করবে ।
মঙ্গলবার বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডে ‘আশ্রয় প্রকল্প’-এ বাড়ি উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। উপস্থিত ছিলেন সুজিত বসু, কৃষ্ণা চক্রবর্তীরা । সেখানেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-এর দাবি নিয়ে সরব হন মন্ত্রী । তিনি বলেন, "ডিএ নিয়ে এখন অনেক কথা হচ্ছে । মানুষের কাছে কোনটা প্রায়োরিটি হওয়া উচিত? যারা অবহেলিত এবং বঞ্চিত, তাদের মুখে ভাত তুলে দেওয়া? নাকি যারা অনেক পাচ্ছে তাদের আরও বেশি পাইয়ে দেওয়া ? যারা অনেক পায়, তাদের আরও পাইয়ে দেওয়া আমার কাছে পাপ বলে মনে হয় ।"
আরও পড়ুন, Howrah Local Trains Cancelled : হাওড়া শাখায় মেরামতির কাজ, মার্চ মাস জুড়ে বাতিল ১৪টি লোকাল ট্রেন
কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে ফিরহাদ বলেন, "৩ শতাংশের জায়গায় ৬ শতাংশ দিলে আমরাই আনন্দ পেতাম যদি আমরা আমাদের বকেয়া এক লক্ষ কোটি টাকা পেতাম ।" তাঁর কথায়, "যারা বঞ্চিত অবহেলিত, তাদের আরও অবহেলায় ঠেলে দেওয়া, কখনওই আমাদের সরকারের কাজ হতে পারে না । তাই যাদের আশ্রয় নেই, তাদের আশ্রয় দেওয়ার ব্যবস্থা করো । যাদের পেটে খিদে আছে তাদের খাওয়ার ব্যবস্থা করো । মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেটাই করার চেষ্টা করে যাচ্ছে ।" ফিরহাদের এমন মন্তব্যের পর কোঅর্ডিনেশন কমিটি জানিয়েছে, যে-যাই বলুক,তাঁরা তাঁদের অবস্থানে অনড় থাকবে ।