রবিবার সামান্য বাড়ল সোনার দর । ফলে সপ্তাহের ছুটির দিনে বেশ কিছুটা সমস্যায় ক্রেতারা। রবিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৫,৩৫০ টাকা । আর ২৪ ক্যারেটের দাম ৬০,৩৮০ টাকা । সোনার পাশাপাশি রুপোর দরেও বেশ কিছুটা দাম বৃদ্ধি হয়েছে।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, রবিবার ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৫৩৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেটের দাম যাচ্ছে ৫৫ হাজার ৩৫০ টাকা। একইভাবে, ২৪ ক্যারেটের ১০ গ্রামের দাম রয়েছে ৬০, ৩৮০ টাকা । সোনার সঙ্গে রুপোর দামও সামান্য হলেও বেড়েছে । এদিন, কলকাতায়, ১ কেজি রুপোর বাটের দাম ৭৭ হাজার টাকা ।
Read More- ছবিতে দেখেছি, বলেই মোদীকে ভালবাসার ঝাপ্পি এক খুদের
উল্লেখ্য, শনিবারও ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫৫ হাজার ১০০ টাকা। ফলে সপ্তাহের শেষ দিনে যাঁরা সোনা কেনার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁদের বেশ কিছুটা অতিরিক্ত অর্থ ব্যায় করতে হবে।