রবিবার অপরিবর্তিত সোনার দর । ফলে সপ্তাহের ছুটির দিনে বেশ কিছুটা স্বস্তিতে ক্রেতারা। রবিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৫০০০ টাকা । আর ২৪ ক্যারেটের দাম ৬০৫৫০ টাকা । সোনার সঙ্গে রুপোর দরেরও কোনও পরিবর্তন হয়নি।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, রবিবার ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৫০০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেটের দাম যাচ্ছে ৫৫ হাজার টাকা। একইভাবে, ২৪ ক্যারেটের ১০ গ্রামের দাম রয়েছে ৬০, ৫৫০ টাকা । সোনার সঙ্গে রুপোর দামও একই রয়েছে । এদিন, কলকাতায়, ১ কেজি রুপোর বাটের দাম ৭৪ হাজার ৫০০ টাকা ।
উল্লেখ্য, শনিবারও সোনার দাম একই ছিল। ফলে বিয়ের মরশুমে যাঁরা সোনা কিনতে আগ্রহী তাঁদের ক্ষেত্রে কিছুটা স্বস্তি।