সপ্তাহের শেষে দাম বাড়ল সোনার। ২২ ক্যারেট সোনায় ৪০টাকা দাম বেড়েছে এবং ২৪ ক্যারেট সোনায় ৪৪টাকা দাম বেড়েছে। তবে রুপোর দামে কোনও পরিবর্তন হয়নি। শুক্রবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৫, ১০০ টাকা । আর ২৪ ক্যারেটের দাম ৬০, ১১০ টাকা ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৪৭০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেটের দাম যাচ্ছে ৫৪ হাজার, ৭০০ টাকা। একইভাবে, ২৪ ক্যারেটের ১০ গ্রামের দাম রয়েছে ৬০, ১১০ টাকা । তবে রুপোর দাম বৃহস্পতিবারের মতো একই রয়েছে। শুক্রবার, কলকাতায়, ১ কেজি রুপোর বাটের দাম ৭৩ হাজার ১০০ টাকা ।
উল্লেখ্য, সামান্য দাম বাড়লেও সোনা কেনার মধ্যে খুব একটা যে ভাটা পড়বে এমনটা মনে করছেন না ব্যবসায়ীরা। কারণ রথযাত্রা উপলক্ষে অনেকেই সোনার গয়না কেনার দিকে আগ্রহ প্রকাশ করেন।