ভর সন্ধেবেলায় কোলাঘাটে চলল গুলি । এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে । সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ৬ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম সমীর পড়িয়া। জানা গিয়েছে, সোমবার রাতে বাড়ি ফেরার সময় তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা ।
জানা গিয়েছে, জিঞদা বাজারে গয়নার দোকান রয়েছে সমীরের । সোমবার রাতে দোকান বন্ধ করে কোলাঘাট জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন । কিন্তু, কোলাঘাট থানার দেউলবাড় এলাকায় সবিতা রাইস মিলের কাছে আচমকা তাঁকে ঘিরে ধরেন দুষ্কৃতীরা । এরপরই তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী । সেইসময় তাঁর টাকাভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ।
জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ব্যবসায়ীরা । স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে । পরে পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় । এদিকে এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করেন । পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা ।