পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল বিএসএফ (BSF)৷ ২৩ জানুয়ারি সকালে ভারত-বাংলাদেশ (India - Bangladesh) সীমান্ত এলাকায় জোড়া পাচারের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স।
সোমবার সকালে বসিরহাট সীমান্ত এলাকা থেকে ৮ লক্ষ বাংলাদেশি মুদ্রা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম আনিসুর মোল্লা। ইতিমধ্যেই অভিযুক্তকে তুলে দেওয়া হয়েছে পুলিশ এবং শুল্ক দফতরের হাতে।
অন্যদিকে, একইভাবে ভারত-বাংলাদেশ তারালি সীমান্তের কাছে সোনার বিস্কুট পাচারের চেষ্টার ঘটনায় গ্রেফতার করা হয়েছে বছর ২৫-এর বাবলু মোল্লাকে। পেশায় কৃষক ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে ৮টি সোনার বিস্কুট। যার আনুমানিক বাজার দর ৬০ লক্ষ টাকা।
আরও পড়ুন- ISF তৃণমূল সংঘর্ষের জের! ভাঙড়ে আরাবুল ইসলামের বাড়ির কাছ থেকে উদ্ধার বস্তাভর্তি বোমা
বিস্কুট-সহ অভিযুক্তকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এই দুই পাচারের ঘটনার সঙ্গে আন্তর্জাতিক কোনও চক্রের যোগ রয়েছে কি না তা জানতে শুরু হয়েছে তদন্ত।