তিন বছর পর ফের নিয়মে পরিবর্তন। বুধবার রাজ্য বিধানসভায় সরাসরি সম্প্রচারিত হবে রাজ্যপালের ভাষণ। এদিন থেকেই শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। তা নিয়েই এখন শাসক-বিরোধী উভয় শিবিরে প্রস্তুতি তুঙ্গে।
আগেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সুসম্পর্ক থাকা বাঞ্ছনীয়। কারণ হিসেবে তিনি জানান, সুসম্পর্ক থাকলে সামগ্রিকভাবে কাজ করতেও সুবিধা হয়। পাশাপাশি, সিভি আনন্দ বোসের প্রশংসা করে বিমান বলেন, রাজ্যপালের দৃষ্টিভঙ্গী অত্যন্ত স্বচ্ছ। তবে ধনখড়-রাজ্য সরকার দ্বন্দ্বের প্রভাব এখনও পুরোপুরি না কাটায় নয়া রাজ্যপালের বার্তার দিকে নজর থাকবে সরকারেরও।
আরও পড়ুন- Repo Rate hike: দেশবাসীর মাথায় হাত, ফের বাড়ল রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট