সোমবার সকালেই কেরল থেকে ফিরে সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু সেখানে যাওয়ার পথে মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। ১০০ দিনের কাজে বকেয়া টাকা মেটানোর দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন মহিলারা। প্রায় ৫ মিনিট রাজ্যপালের কনভয় আটকে যায়। তারপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কী দাবি ছিল শুভেন্দু অধিকারীর
সন্দেশখালির পরিস্থিতিতে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাচক্রে তারপর তড়িঘড়ি কেরল থেকে ফিরে আসেন রাজ্যপাল। এমনকি রাজ্য সরকারের কাছ থেকেও সন্দেশখালি নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন তিনি।
সোমবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিয়ে প্রায় সাড়ে ১১টা নাগাদ ধামাখালি পৌঁছন রাজ্যপাল। সেখানকার একটি গেস্টহাউসে বিশ্রাম নিয়ে তারপর ফেরি করে সন্দেশখালি যাবেন তিনি।