রাজ্যের বিভিন্ন এলাকায় তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি। এমনই আশঙ্কায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একমাসের বেতন দান করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে।
রাজ্যের বিভিন্ন জেলায় বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে। এর ফলে একাধিক জেলায় জল ঢুকছে। পাশাপাশি ডিভিসিও জল ছাড়তে শুরু করেছে। ফলে পুজোর আগে ঘাটাল, চন্দ্রকোণা সহ আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এনিয়ে ইতিমধ্য়ে সোমবারই নবান্নে জরুরি বৈঠক করেছে রাজ্য প্রশাসন।
শুধু বাংলায় নয়, পড়শি রাজ্যেও কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। যার ফলে অতিদ্রুত জল ছাড়তে হচ্ছে DVC-কে। দুর্গাপুর ব্যারাজ থেকে ইতিমধ্যে ১ লাখ ৬ হাজার ৪০০ কিউসেক জল ছাড়া হয়েছে। এরপর ফের DVC জল ছাড়লে নতুন করে ভাসতে পারে বাংলার একাধিক জেলা। ফলে গৃহহীণ হওয়ার আশঙ্কা অসংখ্য মানুষের। এমন অবস্থায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করলেন রাজ্যপাল। রাজভবন সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে।