শনিবার দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের ওপর হামলার অভিযোগ নিয়ে রাজনৈতিক তরজা ক্রমশ বাড়ছে। রবিবার সকালেই এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার, রবিবার সন্ধ্যায় এ বার বার্তা রাজভবনের। হামলার ঘটনাকে ‘শোচনীয়’ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই প্রশ্ন তুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি জানিয়েছেন তিনি নিশীথের সঙ্গে কথা বলেছেন এবং বাংলায় এই হামলা উদ্বেগজনক ঘটনা।
শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ করে ইট-বোমা মারার অভিযোগ ওঠে। জানা গিয়েছে, কোচবিহারের বুড়িরহাট এলাকার মন্ত্রীর কনভয়ে পৌঁছলে তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান। এরপর উপস্থিত থাকা বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা এবং হাতাহাতি শুরু হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। ইতিমধ্যেই হামলা ও সংঘর্ষের ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও।