মঙ্গলবার রাতে দুই মন্ত্রীর মারপিটের ঘটনায় রাজ্যের থেকে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিনহাটার ঘটনা নিয়ে নবান্নকে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে শুরু হয়েছে তৃণমূলের ডাকা ২৪ ঘণ্টার বনধ। বাংলার শাসক দলের ডাকা এই বনধের জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত। এই অবস্থায় পুলিশ সুপারের দফতর ঘেরাও-এর কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি।
মঙ্গলবার রাতে দুই মন্ত্রীর মারপিটের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় কোচবিহারের দিনহাটা। মঙ্গলবার রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর জন্মদিন উপলক্ষ্যে চৌপতি এলাকায় জমায়েত করেছিলেন তৃণমূল কর্মীরা। ওই সময় প্রচার সেরে ওই এলাকা দিয়ে ফিরছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক।
দু পক্ষ মুখোমুখি হলে শুরু হয় সংঘর্ষ। এই ঘটনায় আহত হয়েছেন দিনহাটার মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র-সহ আরও অনেকে। সকাল হলেও থমথমে রয়েছে এলাকা।