বৃহস্পতিবার তৃণমূলের রাজভবন অভিযান । এদিকে, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে গিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । সেখান থেকে তিনি জানান, উত্তরবঙ্গের পরিস্থিতি খুবই উদ্বেগজনক । মানুষ ভোগান্তির শিকার । এদিকে, রাজভবনের দিনই তাঁর উত্তরবঙ্গ সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল । তাঁদের কথায়, রাজ্যপাল 'পালিয়ে' গিয়েছেন । এদিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারও জবাব দিলেন সিভি আনন্দ বোস ।
রাজ্যপাল বলেন, 'ওঁরা ঠিকই বলছেন, হ্যাঁ পালিয়েই তো এসেছি । দিল্লি থেকে পালিয়ে এসেছি । যখনই শুনেছি, বাংলার মানুষ সমস্যায় রয়েছেন, তখনই আমি পরের ফ্লাইট ধরে দিল্লি থেকে পালিয়ে এসেছি । এটা একদম ঠিক । '