পর্যটনে বাংলার মুকুটে নয়া পালক। বার্লিনে ‘বেস্ট ডেস্টিনেশন ফর কালচার ‘ বিভাগে বাংলা এই পুরস্কার জেতায় উচ্ছ্বসিত রাজ্যপাল সিভি আনন্দ বোস টুইট করে রাজ্যবাসীর সঙ্গে এই আনন্দ ভাগ করে নেন। রবিবার টুইটে তিনি লেখেন, ‘বেস্ট ডেস্টিনেশন ফর কালচার ‘ বিভাগে বাংলার পুরস্কার জেতা জাতির জন্যও অত্যন্ত গর্বের। পাশাপাশি, তাঁর আরও দাবি, ২০২০ সালেই প্রধানমন্ত্রী কলকাতায় এসে বলেছিলেন, ভারত হেরিটেজ টুরিজমের হাব হয়ে উঠবে। এই জাতীয় প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর হাত ধরে উন্মোচিত হয়েছে বলেও জানান রাজ্যপাল।
উল্লেখ্য, আগামী ৯ মার্চ বার্লিনে হতে চলেছে ওয়ার্ল্ড টুরিজম অ্যান্ড অ্যাভিয়েশন লিডার্স সামিট হবে। সেখানেই রাজ্যের তরফে এই পুরস্কার আনতে যাবেন রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakrabarty)। বেশ কিছুদিন ধরেই রাজ্য-রাজ্যপাল সংঘাতে উত্তপ্ত থেকেছে বাংলা। আর রাজ্যপালকে কেন্দ্র করে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েছেন তৃণমূল-বিজেপির প্রতিনিধিরাও। কিন্তু সেই আবহেই এবার রাজ্যের পাশে দাঁড়িয়ে রাজ্যপালের এই বার্তায় নয়া সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
আরও পড়ুন- Higher Secondary 2023: উচ্চমাধ্যমিকের দিনগুলিতে ছুটি নেই শিক্ষক, শিক্ষাকর্মীদের, জানাল সংসদ
ITB- Berlin-এর তরফে প্রতিবছরই এক বিশাল এক পর্যটন মেলার আয়োজন করা হয়। সেখানে বিশ্বের বিভিন্ন হোটেল, ট্যুরিজম বোর্ড, ট্যুর অপারেটর, সিস্টেম প্রোভাইডার, বিমান সংস্থা এতে অংশ নেয়। বিভিন্ন দেশের পর্যটন দফতরের প্রতিনিধিরাও এতে অংশ নেন।