রাজ্যে কি অঘোষিত জরুরি অবস্থা চলছে? রবিবার ট্যুইট করে এই প্রশ্ন তোলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। হাওড়া যেতে পুলিশের বাধার মুখে পড়েন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই প্রসঙ্গে রাজ্যপালের এই প্রশ্ন।
আরও পড়ুন: Dearness allowance:মুদ্রাস্ফীতির জেরে জুলাইতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সম্ভাবনা
রবিবার হাওড়া যাওয়ার পথে তমলুকে পুলিশের বাধার মুখে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার রাত থেকেই কাঁথিতে শুভেন্দুর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয় রাজ্য প্রশাসনের তরফে। অন্যদিকে প্রশাসনের তরফে হাওড়ায় অশান্ত পরিস্থিতির জেরে সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এই পরিস্থিতি পুলিশের তরফে শুভেন্দুকে হাওড়ায় যেতে নিষেধ করা হয় পুলিশের তরফে। কিন্তু পুলিশের কথা না শুনে শুভেন্দু রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ হাওড়া যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তখন শুভেন্দুর গাড়ি পুলিশ আটকে দেয়। পুলিশের এই ‘অতিসক্রিয় ভূমিকা’ নিয়ে ক্ষোভ জানিয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি লেখেন শুভেন্দু।
শুভেন্দুর সেই চিঠির ছবি দিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে ট্যুইট করেন রাজ্যপাল। ট্যুইটে তিনি শুভেন্দুকে হাওড়া যেতে বাধা দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন রাজ্য কেন অঘোষিত জরুরি অবস্থা চলছে? তিনি এই বিষয়ে মুখ্য সচিবকে দ্রুত ব্যবস্থা নিতেও বলেছেন।