বাংলা ভাষা শিখতে চান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলায় একটি আস্ত বইও লিখতে চান তিনি৷ কিন্তু সে-জন্য প্রয়োজন ঠিক পদ্ধতিতে বাংলা শেখা। আগামী ২৬ জানুয়ারি, সরস্বতী পুজোর দিন তাই হাতেখড়ি হবে তাঁর।
রাজভবনের ইস্ট লনে প্রথা মেনে বাংলা ভাষায় হাতেখড়ি হবে রাজ্যপালের। রাজভবনের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে অ আ ক খ শিখবেন রাজ্যপাল। তার আস্তে আস্তে বাকিটুকু।
Kabul-Taliban Administration: চলছে তালিবানি শাসন, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে ম্যানিকুইনের মাথাও
রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরাগী রাজ্যপাল আগেই জানিয়েছিলেন, তিনি বাংলার শিক্ষা, সংস্কৃতি, সাহিত্যের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তাঁর বাবা সুভাষচন্দ্র বসুর অনুরাগী ছিলেন। তাই ছেলের নামের সঙ্গে যুক্ত করেছিলেন 'বোস' শব্দটি। রাজ্যপাল জানিয়েছিলেন, রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পটি তাঁর খুব প্রিয়। মিনি চরিত্রটি তাঁর মনে দাগ কেটেছে। তিনি বাংলায় আইও লিখতে চান।
প্রথা মেনে হাতেখড়ি দিয়ে বাংলা ভাষা শেখা শুরু করবেন রাজ্যপাল, তাও আবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে এই দৃশ্য যে অভিনব তা বলার অপেক্ষা রাখে না।