পরীক্ষার জেরে বদলে গেল ধর্মঘটের দিন। আগামী ৯ মার্চের বদলে সরকারি কর্মচারীদের প্রশাসনিক ধর্মঘট হবে ১০ মার্চ। মাধ্যমিকের শারীরশিক্ষার পরীক্ষা ও মাদ্রাসা বোর্ডেরও দ্বিতীয় ভাষার পরীক্ষার জেরেই এই সিদ্ধান্ত। এরপরই বিবৃতি জারি করে সরকারি কর্মীদের যৌথ মঞ্চ।
৯ মার্চ প্রশাসনিক ধর্মঘট নিয়ে একমাত্র ভিন্নমত পোষণ করেছিল বঙ্গীয় শিক্ষা ও শিক্ষক কর্মচারী সমিতি। এরপরই প্রশাসনিক ধর্মঘটের দিন বদল করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। গত সোম ও মঙ্গলবার সরকারি কর্মচারীদের কর্মবিরতিতে ভাল সাড়া পাওয়া গিয়েছে। এরপরই প্রশাসনিক বৈঠকের ডাক দিয়েছে কর্মচারী সংগঠনগুলি।
বকয়ে ডিএ, সরকারি পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, বিভাজনের রাজনীতি বাদ দিয়ে সুষ্ঠুভাবে প্রশাসন পরিচালনা। এই তিন দাবি নিয়েই মূলত ধর্মঘট সংগ্রামী যৌথ মঞ্চের।