দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুঁতে পারে শনিবার। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী বেলা বাড়লে লু বইতে পারে। এদিকে তাপমাত্রা বাড়ায় হিটস্ট্রোকের সম্ভাবনা বাড়ছে। আর সেকারণে বিশেষ ওয়ার্ড চালু করার উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর।
কী কী ব্যবস্থা রাখা হবে?
জানা গিয়েছে, বিশেষ ওই ওয়ার্ডে কী কী ব্যবস্থা রাখতে হবে সেবিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, হাইস্পিড পাখা, থার্মোমিটার, পোর্টেবল ECG মেশিন ইত্যাদি রাখতে হবে। এছাড়াও প্রত্যেক রোগীর জন্য ভেজা তোয়ালে, বরফ, ঠান্ডা জল রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
রোগী ভর্তির তালিকাও স্বাস্থ্য় ভবনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানাতে হবে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের শারীরিক কী কী সমস্যা দেখা দিচ্ছে।