এবার কলকাতা বিমানবন্দরে চালু করা হল যাত্রী সাথী অ্য়াপ। এর মাধ্যমে বিমানবন্দর থেকে আগত যাত্রীরা খুব সহজেই হলুদ ট্যাক্সি বুক করতে পারবেন। ইতিমধ্যে কলকাতা শহর এবং পার্শ্ববর্তী এলাকায় চালু করা হয়েছে ওই অ্য়াপ। মূলত বেসরকারি সংস্থা ওলা উবারের মতোই এই অ্য়াপ তৈরি করা হয়েছে। তবে এই অ্য়াপের মাধ্যমে শুধুমাত্র হলুদ ট্যাক্সি বুক করা সম্ভব।
শুক্রবার রাত থেকে কলকাতা বিমানবন্দরে এই পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরা। অনেকেই জানিয়েছেন, অতিরিক্ত ভাড়ার সমস্যায় পড়তে হত তাঁদের। কিন্তু অ্য়াপ চালু হওয়ার ফলে সেই সমস্যা অনেকটাই মিটবে।
জানা গিয়েছে, শুধু ট্যাক্সি বুকিং নয়, অনলাইন পেমেন্টও করা যাবে। ফলে যাঁদের ক্যাশ পেমেন্টে সমস্যা হয় তাঁরা UPI বা অন্য কোনও পদ্ধতি অবলম্বন করে ট্যাক্সি ভাড়া মেটাতে পারবেন।
Read More- 'যাত্রী সাথী' অ্যাপে মিলছে না ট্যাক্সি, ভোগান্তিতে যাত্রীরা
কলকাতা বিমানবন্দর চত্বরে পুলিশের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের তরফে এই অ্যাপ সম্পর্কে বোঝানো হচ্ছে সাধারণ মানুষদের।