মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরের দিনই বাজার পরিদর্শনে নামলেন রাজ্য সরকারি আধিকারিকরা। বুধবার পশ্চিম বর্ধমান জেলার একাধিক বাজার পরিদর্শন করেন প্রশাসনের শীর্ষ কর্তারা। তাঁরা বিভিন্ন সামগ্রীর দরদাম জানার পাশাপাশি একাধিক ইলেক্ট্রনিক্স ওজন মাপার মেশিনও বাজেয়াপ্ত করেন।
কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?
মঙ্গলবার নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর দাবি, গত ১০ দিন ধরে বিভিন্ন সবজীর দাম লাগামছাড়া। আর এরজন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, রাজ্যে সবজি গুদাম থাকলেও নাসিক থেকে কেন পেঁয়াজ আনা হচ্ছে?
বিগত ১০ দিন ধরে বিভিন্ন সবজির দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। মঙ্গলবার রাত পর্যন্ত কলকাতা সহ জেলাগুলির বাজারে বিভিন্ন সবজির দাম ছাড়িয়েছে ১০০ টাকার বেশি। ঝিঙে, ঢেড়স বিকোচ্ছে ৬০ টাকা প্রতি কিলো দরে, লঙ্কার দর ২১০ থেকে ২৩০ টাকা প্রতি কিলো। কেজিপ্রতি আলুর দাম ৩৬ থেকে ৩৮ টাকা প্রতি কিলো।
শুধু দাম বৃদ্ধি নয়, ওজনেও একাধিক অভিযোগ সামনে এসেছে। যার ফলে পশ্চিম বর্ধমানের একাধিক বাজারের ইলেকট্রনিক্স কাঁটাও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।