West Bengal schools reopening Date: আগামী ২৭ জুন রাজ্যের সমস্ত সরকারি স্কুল খুলবে। রাজ্যে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী।এই পরিস্থিতিতে রাজ্যের স্কুলগুলিকে করোনা বিধি মেনে স্কুল খোলার নির্দেশ দিল শিক্ষা দফতর।এই মর্মে একটি নির্দেশিকা জারি করে শুক্রবারের মধ্যে স্কুলগুলিকে যাবতীয় প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে , স্যানিটাইজ করে ২৭ জুন স্কুল খুলতে হবে।স্কুলে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।স্কুলের শিক্ষক ,অশিক্ষক কর্মচারীদের কোভিড টিকা নেওয়া আবশ্যিক।ছাত্রছাত্রীদের কোভিড টিকা নেওয়া থাকলেই স্কুলে আসতে পারবে। স্কুলে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক।স্কুলগুলিকে পৃথকভাবে স্কুলে স্যানিটাজারের বন্দোবস্ত রাখতে হবে। করোনার পাশাপাশি ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ রুখতেও স্কুলগুলিকে সচেতন থাকার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর।স্কুলের কোথাও যাতে জমা জল না থাকে সে বিষয়ে স্কুলগুলিকে নজর রাখতে হবে।
উল্লেখ্য ,রাজ্যে গরমের ছুটি ১৫ জুন পর্যন্ত থাকলেও দাবদাহের কারণে শিক্ষা দফতর সেই ছুটি বাড়িয়ে ২৬ জুন পর্যন্ত করে দেয়।
School Examination Postponed: স্কুলে গরমের ছুটি বাড়ায় ষষ্ঠ-দশম শ্রেণির পরীক্ষা পিছিয়ে দিল রাজ্য
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘গরমের ছুটি দীর্ঘায়িত করে ছাত্রছাত্রীদের পঠনপাঠনে সমস্যা তৈরি করেছে রাজ্য সরকার। তার উপর বলা হচ্ছে করোনা বিধি মেনে স্কুল করতে হবে ছাত্রছাত্রীদের। শুধু নির্দেশ দিলেই হবে না। বাস্তব পরিস্থিতি বুঝতে হবে শিক্ষা দফতরকে। তবে অবশেষে যে স্কুল খুলছে, এটাই আপাতত স্বস্তির।’’