বিয়ের আয়োজন সব সাড়া । তখন গায়ে হলুদের অপেক্ষায় কনে । হঠাৎই পাত্রের বাড়ি থেকে এল ফোন । জানিয়ে দেওয়া হল, হবু বর নাকি অ্যারেস্ট হয়েছে । ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । মাথায় আকাশ ভেঙে পড়ে কনের । মেয়ের বিয়ে ভেঙে যাওয়ায় ভেঙে পড়েন কনের বাবা-মা । হুগলির বৈদ্যবাটির ঘটনা ।
জানা গিয়েছে,পাত্র ত্রিবেণীর বাসিন্দা । আর পাত্রী বৈদ্যবাটির বাসিন্দা । কয়েক মাস আগেই তাদের বিয়ে ঠিক হয় । ৪ মার্চ ছিল বিয়ের তারিখ । মেয়ের বিয়ে বলে কথা, কোনও খামতি রাখেননি বাবা-মা । বিয়ের দিন সব অতিথিরা পৌঁছে গিয়েছিলেন । ঠিক সেইসময় এল দুঃসংবাদ । ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ না আসায়, খোঁজখবর শুরু করে মেয়ের পরিবার । শেষে দুপুরে পাত্রের বাড়ি থেকে ফোন করে জানানো হয়, তাদের ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে ।
পুলিশ সূত্রে খবর, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ রয়েছে ওই পাত্রের বিরুদ্ধে । বিয়ের দিনই ওই যুবকের বিরুদ্ধে পুলিশে ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক যুবতী । পাত্রীপক্ষ চাইছে কড়া শাস্তি হোক ওই যুবকের ।